কানাডায় শীতকালীন ঝড়ে ৬ জনের প্রাণহানি

ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ছয় জন মারা গেছে। বুধবার দেশটির ওই অঞ্চল ব্যাপক তুষারপাত ও শক্তিশালী ঝড়ো হাওয়ায় স্থবির হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের দিক থেকে তুষারঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে কানাডার ওপর বয়ে যাচ্ছে। ঝড়ের কারণে স্কুল বন্ধ এবং বেশকিছু গাড়ি ধ্বংস হয়েছে।

কুইবেক সিটির বাইরে বরফাবৃত একটি গাড়িতে প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাওয়া দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে।
তাদের একজন মঙ্গলবার রাতে সহায়তার জন্য জরুরি সংস্থার কর্মীদের ফোন করেছিলেন। তবে প্রচ- ঝড়ের মধ্যে কর্মকর্তারা তাদের কাছে যথাসময়ে পৌঁছাতে পারেনি।
ঝড়ের মধ্যে সামনের কিছু চোখে না পড়ায় বরফাবৃত রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে।
ঝড়ের মধ্যে প্রবল বাতাসে উদে আসা লাঙ্গলের ফলার আঘাতে ৫৮ বছর বয়সী এক লোক মারা গেছে।

কানাডার আবহাওয়া অফিস জানিয়েছে, ওন্টারিও, কুইবেক ও উপকূলীয় ম্যারিটাইমস অঞ্চলে ৭০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। গতরাতে প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। মঙ্গলবার ঝড়ের কারণে টরেন্টো ও মন্ট্রিলের মধ্যকার মহাসড়কে ৩০টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটার পর তা বন্ধ হয়ে গেছে।
এ সময় হাইড্রোফ্লুরিক এসিডবাহী একটি ট্রাক উল্টে চালক মারা গেছে।