ভারতে ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৭

ডেস্ক: ভারতে শক্তিশালী ধূলিঝড় ও ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে ধূলিঝড়সহ ভারী বৃষ্টিপাতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানে শক্তিশালী ধূলিঝড়ে মারা গেছে আরও ৩৮ জন। দেশটির অন্ধ্রপ্রদেশে ঝড়ের কবলে পড়ে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন। এছাড়া তেলেঙ্গানায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে।
আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আবহাওয়া অফিস জানায়, গত ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাতে ১৩০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানে। ভয়াবহ ঝড়ে বহু গাছ-পালা উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঝড়ের পাশাপাশি বিভিন্নস্থানে প্রায় ৪১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানায় দুর্যোগ ব্যবস্থানা অধিদপ্তর। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।