বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং সবসময় পাশে থাকবে।’ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভক্ত-পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারদীয় শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

https://i1.wp.com/www.thedailystar.net/sites/default/files/styles/big_2/public/feature/images/bnp_flag_3.jpg?w=840

মির্জা ফখরুল বলেন, ‘এটুকু আশ্বাস দিতে পারি, আমরা আপনাদের পাশে আছি, সবসময় থাকবো এবং আপনাদের ন্যায়সঙ্গত অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেবী দূর্গা যে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অসুরকে পরাজিত করার জন্য, অন্যায়কে পরাজিত করার জন্য, নির্যাতন-নিপীড়নকে পরাজিত করার জন্য, সত্য-সুন্দরকে প্রতিষ্ঠা করা জন্য এবং তিনি (দেবী দূর্গা) পরাজিত করেছিলেন সেই অসুরকে, অসত্যকে, অসুন্দর ও অন্যায়কে। সেজন্য এই পূজা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ঢাকেশ্বরী মন্দিরে অনেক জমি বেহাত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি শুনেছি যে, এই মন্দিরের অনেক জমি-সম্পত্তি বেহাত হয়ে গেছে এবং কিছুদিন ধরে বিভিন্ন জায়গা অনেকেই দখল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব নির্দেশ দিয়েছিলেন এখানকার যে সমস্ত দখলদার আছে, অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদ করার জন্য। তারা উচ্ছেদ করেছিলেন।’

বিকাল সাড়ে ৫টায় ঢাকেশ্বরী মন্দিরে যান বিএনপির মহাসচিব। বিকালে কক্সবাজার থেকে ফিরে বিমানবন্দর থেকেই প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়ির পূজামণ্ডপ ও ফরাসগঞ্জ নুকুল সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন মির্জা ফখরুল। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বনানী মাঠের পূজামণ্ডপ পরিদর্শন করে পূণার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আসম আবদুর রব, সিপিবি’র সাধারণ সম্পাদক শাহ আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের আহবায়ক খালেকুজ্জামান, জাসদ একাংশের শরীফ নুরুল আম্বিয়াসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের নেতৃত্বে বিচারকরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের মহাপরিচালন মেজর জেনারেল শেখ পাশা হাবিবউদ্দিনও শুভেচ্ছা বিনিময় করেন।