গ্যালাপের জরিপ মার্কিনিদের উদ্বেগজুড়ে অর্থনীতি

মূল্যস্ফীতির নাজুক অবস্থা বর্তমানে মার্কিন আর্থিক নীতির জন্য অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেডারেল রিজার্ভের লক্ষ্য রয়েছে ২ শতাংশ মূল্যস্ফীতি অর্জনের। অথচ চলতি বছরের মার্চ থেকে তা ১ দশমিক ৬ শতাংশেই আটকে রয়েছে। তবে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভোক্তামূল্য সূচকে (সিপিআই) খানিকটা প্রবৃদ্ধি দেখা গেছে।
বিষয়টিকে মূল্যস্ফীতির স্থিতিশীল অগ্রযাত্রার লক্ষণ হিসেবে দেখছে অনেকেই। তবে মার্কিনিরা দেশটির অর্থনীতিকে যে জায়গায় দেখতে চায়, সেখানে পৌঁছতে এখানো অনেকটা পথ পাড়ি দিতে হবে। লক্ষ্য অর্জনের এ ব্যর্থতা অর্থনীতিকে অন্যতম উদ্বেগের কারণ হিসেবে দাঁড় করিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, মার্কিনিরা অর্থনীতিকেই যুক্তরাষ্ট্রের প্রধান সমস্যা মনে করছে।
’অর্থনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান সমস্যা’ বিষয়টি সামনে রেখে মার্কিনিরা কী ভাবছে, তা নিয়ে একটি মতামত জরিপ চালিয়েছে গ্যালাপ। ১৪ শতাংশ উত্তরদাতা অর্থনীতিকে প্রধান সমস্যা হিসেবে দেখছে। ১১ শতাংশ সরকারের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে। সমান সংখ্যক উত্তরদাতা কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মার্কিন প্রশাসনের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার অনেকটাই কমেছে। তবে অর্থনীতিবিদরা বলছে, কেবল পরিসংখ্যানের মাধ্যমে অর্থনীতির অবস্থা বিচার করলে হবে না। সরকারি উপাত্তে বেশ কয়েকটি বিষয় উহ্য থেকে গেছে বলে তারা দাবি করছে।
তবে বেশির ভাগ নাগরিকই অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্ট। (সিনহুয়া ও রয়টার্স)