সিলেটের রাগীব আলী ও তার ছেলের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

ঢাকা: শেষ হয়েছে সিলেটের দানবীর খ্যাত ধনাঢ্য ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে সাজানো জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ। বুধবার দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো সাক্ষ্যগ্রহণ করেন। পরে আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন আদালত।

এর আগে সকালে মামলার প্রধান আসামি রাগিব আলী, তার ছেলে হাইসহ ৪ জনকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই এ মামলার ৩৩ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ করেন। পাশাপাশি একই দিন মামলার রায়ের তারিখ দেয়া হবে বলেও জানান বিচারক। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।