হাওরে ৬ লাখ মেট্রিকটন ধান নষ্ট হয়েছে : খাদ্যমন্ত্রী

ঢাকা: বন্যায় হাওর অঞ্চলে ৬ লাখ মেট্রিকটন ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খাদ্য, পোল্ট্রি ও কৃষিপণ্য প্রদর্শনী বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্যায় হাওর অঞ্চলে ৬ লাখ মেট্রিকটন ধান নষ্ট হলেও তাতে সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ  মেট্রিকটন চাল উৎপাদন হয়। বছরে খাদ্য চাহিদা রয়েছে ২ কোটি ৯০ লাখ মেট্রিকটনের কাছাকাছি। হাওর অঞ্চলের বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যেই ওএমএস চালুসহ সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সরকরের খাদ্য মজুদও যথেষ্ট সন্তোষজনক।

কামরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে যখন দেশ কঠিন বন্যার কবলে পড়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই বন্যা সফলভাবে ব্যবস্থাপনা করেছিল।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। একসময় দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে আমরা তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে।

এ সময় সিনিয়র সচিব ড. শামসুল আলম, আরডি এর মহাপরিচালক এমএ মতিনসহ ব্যবসায়ী সমিতির নেতারা ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।