ঋণের বোঝা ঘাতক বানিয়েছে ম্যানিলার হামলাকারীকে

ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাসিনোতে হামলার পেছনে জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। সে ফিলিপাইনের নাগরিক। মূলত ঋণের ভারে জর্জরিত হয়েই সে হামলা ও হত্যার পথ বেছে নেন। হামলায় নিহত হয় ৩৭ জন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে।

গত রোববার ম্যানিলার পুলিশ প্রধান অস্কার আলবেয়ালদে জানায়, হামলাকারীর নাম জেসি জেভিয়ার কার্লোস। সে ফিলিপাইনের নাগরিক। তার নামে প্রায় ২৩ লাখ ডলারের ঋণ ছিল। জুয়া খেলতে গিয়ে সে ঋণ করেছিলো। আর বিপুল পরিমাণ এ ঋণের বোঝার কারণেই হামলার পথ বেছে নিয়েছিলো। কার্লোসের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সে জুয়া খেলতে গিয়ে ঋণের বোঝার নিচে চাপা পড়েছিলো।