মেক্সিকোয় ফের ভূমিকম্পে কাঁপল গোটা এলাকা, ভেঙে পড়ল বাড়ি

ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো শহর। গতকাল সকালে নতুন করে ভূকম্পনে আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পের উৎস ছিল ওয়াস্কাকার ২৭ কিলোমিটার পূর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

এর আগে চাইয়াপাস উপকূলে প্রথম ভূমিকম্পটি হয়। ৬০০ মিটার দূরে মেক্সিকোর রাজধানীতেও তা ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়ে। এলাকায় অনেক ক্ষয়ক্ষতিও হয়। ভূমিকম্পের কারণে স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। পিজিজিআপানের দক্ষিণ-পশ্চিম শহর ছিল এই কম্পনের উপকেন্দ্র। ৩৩ কিলোমিটার গভীরতা ছিল এই কম্পনের।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো জানিয়েছে, গত ১০০ বছরে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প।

আরো ছবি-

447E3ED800000578-4900334-A_view_of_three_vehicles_under_piles_of_by_debris_following_an_e-a-120_1505883563994 earthquake southeast of Mexico City

447E3ED800000578-4900334-A_view_of_three_vehicles_under_piles_of_by_debris_following_an_e-a-120_1505883563994 447E578900000578-4900334-A_collapsed_building_stands_buckled_cracked_and_crumbling_after_-a-121_1505883564010 447E592100000578-4900334-A_heavily_damaged_building_appears_to_have_collapsed_backwards_o-a-118_1505883563739 447F40EC00000578-4900334-image-a-87_1505878437084 4480D5B500000578-4900334-image-a-150_1505884499300 4480D72D00000578-4900334-image-a-134_1505884337570 44815FE300000578-4900334-image-a-34_1505893271330