তুরস্কের এই সশস্ত্র ড্রোনটি এবার শত্রুর মাথা নষ্ট করে দিবে! কি আছে এতে? (ভিডিও)

ডেস্ক: রাডারকে বুড়ো আঙ্গুল দেখালো তুরস্কের ANKA III ড্রোন!

তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান TUSAŞ এক দারুণ প্রযুক্তি দেখালো!  চলতে চলতে রাডার থেকে হঠাৎ উধাও!

তাদের স্টেলথ ড্রোন ANKA III প্রথমে রাডারে স্পষ্ট দেখা গেল, কিন্তু ঠিক যখন রাডারের মূল পরিধির মধ্যে ঢুকবে তার আগেই রাডার থেকে উধাও! কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ অদৃশ্য হয়ে গেল ড্রোনটি।

এটা সম্ভব হয়েছে ড্রোনটির রাডার ক্রস-সেকশন (RCS) কমানোর আধুনিক প্রযুক্তি ও স্টেলথ ক্ষমতার কারণে। এটা স্টিলথ প্রযুক্তির নতুন আরেক সংযোজন!

এটা রাডার এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর পুরো প্রযুক্তিকে বুড়ো আঙ্গুল দেখানোর শামিল।

এই প্রযুক্তি যুদ্ধে ANKA III-কে শত্রুর নজর এড়িয়ে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করবে।

তুরস্কের ANKA III সশ্রস্ত্র ড্রোনে যা যা আছে-

TAI Anka III : Turkey (TUR)

Video