ভারতে হিন্দুত্ববাদ-বিরোধী নারী সাংবাদিককে গুলি করে হত্যা

ডেস্ক: ভারতের খ্যাতিমান নারী সাংবাদিক ও হিন্দুত্ববাদ-বিরোধী মানবাধিকার কর্মী গৌরি লংকেশ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালুরু শহরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই জানিয়েছে, গতরাতে গেইট খুলে বাড়িতে ঢোকার সময় মোটরসাইকেল আরোহী দুর্বত্তরা গৌরিকে গুলি করে পালিয়ে যায়। তার বুকে দুটি ও কপালে একটি গুলি লেগেছিল এবং তিনি তাৎক্ষণিকভাবেই মারা যান। ৫৫ বছর বয়সী এ সাংবাদিক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলো এবং সে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে খুবই স্পষ্টবাদী ছিলো।
ভারতের পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তারা বলেছে, হত্যাকা-ের ধরণ দেখে মনে হচ্ছে- দীর্ঘদিন ধরে দুর্বৃত্তরা গৌরিকে নজরে রেখেছিল। কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছে, গৌরি লংকেশকে খুন করার মতো জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে সে। কর্নাটক রাজ্যে সম্প্রতি বেশকিছু টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে এবং নিহতদের বেশিরভাগই রাজনৈতিক কর্মী ও বিশেষজ্ঞ পর্যায়ের লোক।