ভারত বেতন স্কেল বাড়ছে ২৩.৫ ভাগ, যেখানে বাংলাদেশের বেড়েছে ১০০ ভাগ

ডেস্ক: ভারতের এক কোটিরও বেশি সরকারি চাকরিজীবী ও পেনশন ভোগীদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। বুধবার দেশটির মন্ত্রীপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বৃদ্ধির ফলে অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন সংসদ সদস্যদের চেয়েও বেশি হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

সপ্তম ভারতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতের মন্ত্রীপরিষদ বেতন-ভাতা ২৩.৫% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই বৃদ্ধির ফলে ভারতের ৫০ লাখ সরকারি চাকরিজীবী ও ৫৮ লাখ পেনশনভোগীর বেতন-ভাতা বৃদ্ধি পাবে। বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এদিকে, ২০১৫ সালের ১ জুলাই থেকে বাংলাদেশেরও প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবীর বেতন-ভাতা বৃদ্ধি করেছে সরকার। তবে ভারত ২৩.৫% বেতন-ভাতা বৃদ্ধি করলেও বাংলাদেশে এই হার ছিল প্রায় ১০০%।

জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন একবারে প্রায় দ্বিগুণ করার যেমন সমালোচনা হয়েছে, তেমনি প্রশংসা করেছেন অনেকে।