‘অর্থনীতি ভেঙ্গে পড়ছে আমেরিকার, আইএমএফ চলে যেতে পারে চীনে’

ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রধান ক্রিস্টিনা লাগার্দে বলেছে, চীনসহ অন্যান্য বড় বড় উদীয়মান বাজারের প্রবৃদ্ধি যদি অব্যাহত থাকে তবে এক দশকের মধ্যে আইএমএফ সদর দফতর বেইজিংয়ে সরিয়ে নেয়া হতে পারে।
আগামী ১০ বছর পর হয়ত আইএমএফ আর ওয়াশিংটন ডিসিতে থাকবে না বরং বেইজিংয়ের সদর দফতর থেকে হয়ত কাজ করবে। মার্কিন রাজধানীর সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টে এ সব কথা বলে সে।
এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে লাগার্দে বলে, আইএমএফের  বিধিতে বলা হয়েছে যে এ সংস্থার সদর দফতর সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশে অবস্থিত হবে।
চীনের প্রবৃদ্ধির হার যদি ছয় শতাংশ হারে অব্যাহত থাকে তবে এক দশকের মধ্যে বিশ্বের বৃহৎ অর্থনীতি হিসেবে আমেরিকাকে অতিক্রম করে যাবে দেশটি। ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে চীন এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখছে। আইএমএফসহ এ সংস্থাভুক্ত অনেক দেশই এ কথা বলছে।