প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারত

ডেস্ক: প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ। বেশিরভাগ এলাকাতে তাপামাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

অব্যাহত দাবদাহে সর্বস্তরের মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থায়, দুপুরের দিকে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না বলে জানায় স্থানীয়রা। ঠাণ্ডা পানীয় ও জুসের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। শুধু বাসিন্দারাই নয় এর প্রভাবে পশু পাখিদের পরিস্থিতিও বেশ সংকটাপন্ন।

হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে ছাতা নিয়ে বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। গত বছর ভারতে হিটস্ট্রোক ও অতি মাত্রার গরমের কারণে নানা রোগে অন্তত সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।