আবারো বাড়লো স্বর্ণের দাম
ঢাকা: দেশের বাজারে তিন সপ্তাহের ব্যবধানে আবারো প্রতিভরি স্বর্ণের দাম ৯শ ৯০ টাকা বেড়েছে । গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয় প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ৪৭ হাজার ৬০ টাকা। যার আগের মূল্য ছিল ৪৬ হাজার ৭০ টাকা। প্রতিভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯শ ৬০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম পড়বে ৩৮ হাজার ৫শ টাকা এবং সনাতনী স্বর্ণের দাম রাখা হয়েছে ২৫ হাজার ৮০ টাকা।
বাজুস জানায় স্বর্ণের এ নতুন নির্ধারিত দাম আগামিকাল থেকে বাজারে কার্যকর হবে । আর স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।