ভারতে গাড়ি বিক্রি বন্ধ করছে জেনারেল মোটরস

ডেস্ক: চলতি বছরের শেষে ভারতে গাড়ি বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরস (জিএম)। আরো বেশি মুনাফার লক্ষ্যে অন্য কোনো ক্রমবর্ধমান বাজার ধরতে ভারতে ব্যবসা গুটানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। গত বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপি।

আন্তর্জাতিক ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ ভারতের বাজারে শেভ্রোলেট গাড়ি বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে জিএম।
মহারাষ্ট্রের তালেগাঁওতে তাদের যে কারখানাটি আছে, সেখানে এখন থেকে শুধু রফতানির জন্য গাড়ি নির্মাণ করা হবে। ওই গাড়ি বিক্রি হবে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায়। আর গুজরাটে অবস্থিত অন্য কারখানাটি বিক্রি করে দেবে কোম্পানিটি।

ভারতের পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণ আফ্রিকায়ও শেভ্রোলেট ব্র্যান্ডের গাড়ি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে জিএম। ইসুজু মোটরসের কাছে সেখানকার উতপাদন কারখানা বিক্রি করে দেবে কোম্পানি।