‘মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে।

তিনি বলেন, এ আইনে বর্তমান ৫৭ ধারা নিয়ে যে অসঙ্গতি, যে অভিযোগ আছে তা সবই দূর হবে। এ আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিচারকদের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিচার বিভাগের সুযোগ সুবিধা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে সরকার।

আইনমন্ত্রী বলেন, নতুন এ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনের খসড়ায় মন্ত্রিসভায় ইতিমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয়ে এখন আইনটি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে আইনটি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ১৯৭২ সালে তৎকালীন সরকার বিশেষ ক্ষমতা আইন করেছিল। পরে তা রাজনৈতিক হয়রানিতে অপব্যবহার হয়েছে। ২০০৯ সাল থেকে এ আইনের কার্যকারিতা নেই। এভাবেই এক সময় ৫৭ ধারার আর অপব্যবহার হবে না বলে জানান তিনি।