অগাস্টে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২০%

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কমলেও দ্বিতীয় মাসেই বড় ধরনের উল্লম্ফন হয়েছে রপ্তানি আয়ে। তৈরি পোশাকের পাশপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ওষুধসহ অন্যান্য খাতের রপ্তানিও বেড়েছে।

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে পণ্য রপ্তানি থেকে ৩৩০ কোটি ৩৫ লাখ (৩ দশমিক ৩ বিলিয়ন) ডলার আয় হয়েছে।

এই অংক গত বছরের অগাস্টের চেয়ে ২০ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৫৩ শতাংশ বেশি।

আর দুই মাসের (জুলাই-অগাস্ট) রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ বেশি, যেখানে প্রথম মাস জুলাইয়ে গত বছরের জুলাইয়ের চেয়ে আয় কমেছিল সাড়ে ৩ শতাংশের মতো।

দ্বিতীয় মাসেই রপ্তানিতে উল্লম্ফনে বছর শেষে গত বছরের মতোই ১০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

এক্ষেত্রে গুলশান ও শোলাকিয়ার মতো জঙ্গি হামলার পুনরাবৃত্তি না ঘটা এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাকে শর্ত হিসেবে দেখছেন তিনি।

পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি নাসির উদ্দিনও রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়ে আশাবাদী।