দেশের জন্য প্রাণ দেয়া জনতার জন্য কাঁদলেন-কাঁদালেন এরদোগান

ডেস্ক: তুরস্কের সেনারা বিশ্বাসঘাতকতা করে অভ্যুত্থান চেষ্টার সময় চলন্ত ট্যাংকের সামনে শুয়ে পড়ে পথরোধ করে দেশটির নিরস্ত্র জনগণ। এসময় সশস্ত্র সেনাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে নিহত হয় অনেক আম জনতা।

নিহতের জানাযার নামাযে অংশ নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন প্রেসিডেন্ট এরদোগান। তার কান্না দেখে অন্যেরাও কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় ব্যর্থ হওয়ার পর এর সাথে জড়িত সেনা, পুলিশ, বিচারক ও অন্যান্যদের ‘ভাইরাস’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি দেশ থেকে এই ভাইরাস সমূলে উৎপাটনের কথা দৃঢ় চিত্তে ব্যাক্ত করেছেন।

দরকার হলে জড়িত সেনা কর্মকর্তাদের জন্য এমনকি মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট।

তিনি বলেছেন পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে। দেশটির রাজপথে বিক্ষোভকারীরাও মৃত্যুদণ্ড পুনরায় চালুর দাবি করেছেন।

তুরস্কে শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় ৬ হাজার লোককে আটক করা হয়েছে। অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হয়েছে ২৭৪৫ বিচারক, ৮ হাজার পুলিশ। এছাড়া সেনাপ্রধানসহ ২৮৩৯ সেনাকে আটক করা হয়েছে।