শনিবার ঈদে মীলাদুন নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করা যাবে

ঢাকা: ১২ই রবিউল আউওয়াল শরীফ (২রা ডিসেম্বর, শনিবার) পবিত্র ঈদে মীলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, র‌্যালি, মিলাদ মাহফিল কনতে কোন বাধা নেই। বিচারক সৈয়দ মুহম্মদ দস্তগীর হোসেন ও বিচারক আতাউর রহমানের দ্বৈত বেঞ্চ এ ব্যাপারে স্বপ্রনোদিত হয়ে এটর্নী জেনারেলকে তলব করেন।

এ প্রেক্ষিতে এটর্নী জেনারেল কোর্টকে এই মর্মে আশ্বস্ত করেন যে, এদিন ধর্মপ্রাণ মুসলমানরা যেন নির্বিঘ্নে পবিত্র ঈদে মীলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে পারেন সে বিষয়ে আইন শৃঙ্খল বাহিনীকে নিরাপত্তা প্রদানের নির্দেশনা দিবেন তিনি। তবে পোপ ফ্রান্সিস যে স্থানে অবস্থান করবে সেস্থানের সড়কে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

উল্লেখ্য, ইতিপূর্বে প্রশাসন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে সবধরনের শোভাযাত্র ও আউটডোরে অনুষ্ঠান করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। তারই প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে উচ্চ আদালত থেকে নির্দেশনা দেয়া হয়।