দিল্লিতে নেমে যানজটের কবলে জন কেরি
ডেস্ক: ঢাকাবাসীকে সীমাহীন যানজটে ভুগানোর পর ভয়াবহ যানজটের ধকল পোহাতে হলো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। সোমবার ঢাকা সফরের পর বিকালে রওনা হয়ে সন্ধ্যায় ভারতের রাজধানীতে পৌঁছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
ওই সময় নয়া দিল্লিতে বৃষ্টি হচ্ছিল এবং কেরির গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই যানজটে পড়ে বলে ভারতের সংবাদ মাধ্যম জানায়।
এদিন সকাল থেকে দিল্লিতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং বিভিন্ন সড়কে পানি জমে চলাচল ব্যাহত হয়।
দিল্লির ট্রাফিক পুলিশের কমিশনার সন্দ্বীপ গোয়েল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “৫০টি স্থানে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিপত্তিতে পড়ার ঘটনা নিয়ে লেখেন- ‘নয়া দিল্লিতে স্বাগতম কেরি, তবে সরি যানজটের জন্য’।
সোমবার সকালে ঢাকায় নেমে আট ঘণ্টার ব্যস্ত সফর শেষে নয়া দিল্লিতে রওনা হন কেরি।
জন কেরির সফরের সময় সোমবার দুপুরে যানজট ঢাকায় জন কেরির সফরের সময় সোমবার দুপুরে যানজট ঢাকায়
ঢাকায় তার চলাচলের সময় বিভিন্ন সড়কে যান চলাচল কয়েকবার বন্ধ রাখায় দিনভর যানজটের দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত ও বাণিজ্য সংলাপে যোগ দিতে নয়া দিল্লিতে এখন কেরি। ঢাকায় প্রথম হলেও নয়া দিল্লিতে এটি তার পঞ্চম সফর।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন কেরি।