ক্রেতা সংকটে বিলাসবহুল গাড়ি নির্মাতারা

ডেস্ক: সময়টা এখন আর অনুকূলে নেই। কয়েক বছর ধরেই বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশ টালামাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর কাছ থেকে ক্রেতা আকর্ষণে নিজেদের মডেল লাইনে নতুনত্ব আনার জোর প্রচেষ্টা চালালেও কোনো কৌশলই আর কাজ করছে না।

গোটা শিল্পটি যে ভালো অবস্থায় নেই, সাম্প্রতিক অভিজ্ঞতাতেই তার প্রমাণ মেলে। গত সোমবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এক প্রতিবেদনে জানায়, বছরের শুরুর তুলনায় জুনে নতুন গাড়ি ও ট্রাক বিক্রি ৩ শতাংশ কমে গেছে। একই অবস্থা চলছে টানা ছয় মাস ধরে। বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।

গাড়ি নির্মাতা বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে গত মাসে বিএমডব্লিউর বিক্রি কমে গেছে ২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জের বিক্রি সামান্য কমেছে এবং টয়োটার লেক্সাস বিভাগ বলছে, তাদের নতুন গাড়ি বিক্রি কমেছে ৫ শতাংশ।