ভারী তুষারপাতে বিপর্যস্ত রোম

ডেস্ক: ভারী তুষারপাতে বিপর্যস্ত ইতালির রোম শহরের জনজীবন। দীর্ঘ ৬ বছর পর শহরটিতে আকস্মিক তুষারপাতের কারণে সেখানকার সব স্কুল-কলেজ, পার্ক ও পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজধানীর সিয়ামপিনো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরইমধ্যে রাস্তা পরিস্কারে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পুরো সপ্তাহ জুড়ে রোমে এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।