অস্ট্রেলিয়ায় দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সৃষ্ট দাবানল সামনে যা পাচ্ছে তাই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। পরিস্থিতি যা, তাতে আরো বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। গত তিনদিনের দাবানলে বহু বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর ফলে বাস্তুচ্যুত হয়েছে কয়েকশ’ মানুষ। এছাড়াও পড়ে গেছে বনের বহু গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সম্পদ।
এদিকে, দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। বাসিন্দাদের বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে প্রশাসন। ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেশ কিছু হেলিকপ্টার। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া এবং ছাইয়ে ছেয়ে গেছে পুরো এলাকা। এর ফলে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল।
স্থানীয় এক বাসিন্দা জানান, নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া সত্যি খুব কঠিন সিদ্ধান্ত। সবকিছু পুড়ে যাবে। আমরা নিজেরাও বাঁচব কিনা জানি না। কি কি সঙ্গে নেব, তাও জানি না।