ব-দ্বীপ প্রকাশককে গ্রেপ্তার: গণমানুষের শুভেচ্ছায় সিক্ত ডিসি আব্দুল বাতেন

নিউজনাইন২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক: ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ প্রমাণ পেয়ে একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনের স্টলটি বন্ধ ও লেখক শামসুজ্জোহা মানিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো কেউ এর সঙ্গে সংশ্লিষ্ঠ থাকলে তাদেরও  গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শাহাবাগ থানায় এক প্রেস কনফারেন্সে রমনা জোনের ডিসি আব্দুল বাতেন একথা জানান। দেশপ্রেমিক পুলিশ আব্দুল বাতেনের এই বিবৃতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গণমানুষের বাঁধভাঙ্গা শুভেচ্ছা-ধন্যবাদ আর ভালোবাসায় সিক্ত হন আব্দুল বাতেন। নয়ন চ্যাটার্জী নামক পেইজ থেকে পাঠকদের কিছু মন্তব্য তুলে ধরা হলো-

MD Amer ডিসি এ বাতেনের মত যদি সমস্ত প্রশাসন হত?তাহলে বাংলাদেশ অনেক শান্তিতে থাকত।

Md Reead Hassan Sir, apnak thanks. Apnader sobai kharap nah, proved.

Billal Hossain Gz Thank sir. We R Proud of you.

Mahfuz Ahmed দোআ করি অাপনার মতো পুলিশ বাংলার ঘরে ঘরে জেনো হয়

Mohammad Masud Aman উনি ওনার ঊর্দীর সম্মান রক্ষা করেছেন….।

আজমীর হাসান পুলিশে প্রচুর পরিমানে হিন্দু নিয়োগ দেওয়া হচ্ছে যা দেশের জন্য অনেক ক্ষতির কারন হবে।

Nurul Alam Helaly ধন্যবাদ স্যার বাতেন।সত্যের পক্ষে মাতেন।

Raju Ahmed লোকটার জন্য অনেক সুন্দর জীবন কামনা করিছ ।ওনার মা একটা ভাল সন্তান জন্ম দিয়েছেন

Mahabub Alam ভালো কাজের জন্য আমার পক্ষ থেকে। আপনাকে আমার হাজার সালাম।
কিনতু এই পোশাক সবার গাইয়ে। মানাইনা,,,,,,,,,,,,, Sir?

Mohammad Ullah Abdul বাতেন সাহেব। আপনি পুলিষ হিসাবে সার্থক। সেলিউড আপনাকে

Abdul Hanif শেষ পর্যন্ত একজন ভাল অফিসার পেলাম

Ahbab Ahmed এই খবরের আগ মুহূর্ত পর্যন্ত পুলিশকেও দোষারোপ করা হয়েছিল কিন্তু এখন বাহবাহ দেয়া হচ্ছে

Mohammed Harun Khaja নিঃসন্দেহে দেরীতে হলেও এধরণের খবর আশা জাগানিয়া।ধন্যবাদ,একটি ভারসাম্যপূণ সমাজের আশার সলতেটাকে আপনাদের মত গুটি কয়েক অফিসার জ্বালিয়ে রাখার জন্য।

অচিন পুরের যাত্রী আমি আঃবাতেন ভাই, আপনিত এই ভালো কাজের জন্য, বাতেন এর বন্ধু হয়ে গেলেন।

Yasir Nayon all police are not same
just saw ur eyes…..

Monir Huq Rangpur আপনাকে হাজারো সালাভ Sir, আসলে সব পুলিশ এক রকম হয় না|

এরআগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বইমেলার ১৯১ নম্বর ব-দ্বীপ প্রকাশনের স্টল বন্ধ করে দেয়া হয়। ওই প্রকাশনী থেকে প্রকাশিত ‘ইসলাম বির্তক’ বইয়ের সম্পাদনাকারী শামসুজ্জোহা মানিক, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল (৫৩) ও লেখক শামসুল আলম চঞ্চলকে (৫১) আটক করা হয়।

ব-দ্বীপ প্রকাশন থেকে জব্দকৃত ‘ইসলাম বিতর্ক’ বইটি সম্পর্কে ডিসি আব্দুল বাতেন বলেন, ‘এই বইটিতে সাংঘাতিক অশালীন কথা লেখা হয়েছে। এ ধরনের কথা শুধু ইসলাম নয়, কোনো ধর্ম সম্পর্কেই বলা উচিৎ নয়।’ এ ধরনের লেখার পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও জানান আব্দুল বাতেন।

তিনি আরো বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় কোনো মেলায় এ ধরনের বিদ্বেষ ছড়ানোর বই কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। এ ধরনের বই মেলায় আরো আছে কি না এ বিষয়ে কোনো তথ্য নাই। থাকলে আপনারা আমাদের তথ্য দিবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

‘ইসলাম বির্তক’ বইটিতে ধর্মকে আঘাত করে বাজে ভাষায় প্রবন্ধ লেখা হয়েছে। বইয়ের ১৭৫টি কপি জব্দ করেছে পুলিশ।
কেন তথ্য আইনে ‍মামলা করা হলো- সাংবাদিকদের এ প্রশ্নে ডিসি জানান, বইয়ের কপি ওয়েবসাইডে দেওয়ার কারণেই এ মামলা করা হয়েছে।

একনজরে আব্দুল বাতেন-

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা ডিভিশনের উপ-কমিশনার (ডিসি)। ১৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রীয় সেবার এই বাহিনীতে যোগ দেন। দক্ষতা ও যোগ্যতায় দ্রুত পদোন্নতি পেয়ে পুলিশ সুপারের দায়িত্ব পান। এরপর রাঙামাটি, চুয়াডাঙ্গা ও গাজীপুর জেলার পুলিশ সুপার’র (এসপি) দায়িত্ব পালন শেষে গত বছর সেপ্টেম্বরে রমনা ডিভিশনের ডিসি হিসেবে যোগ দেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের মেধাবী ছাত্র ছিলেন আব্দুল বাতেন।পুলিশ সার্ভিসে আসার আগে ১৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম সরকারি কলেজে কিছু দিন শিক্ষকতাও করেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জাতিসংঘের শান্তি মিশনেও কাজ করেছেন । তিনি একজন দক্ষ, চৌকস ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা।

ডিসি আব্দুল বাতেনকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে কমেন্টের একটি চিত্র
ছবি: ডিসি আব্দুল বাতেনকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে কমেন্টের একটি চিত্র

ব-দ্বীপ সংক্রান্ত সংক্রান্ত অারো খবর-

রিমান্ড শেষে কারাগারে ব-দ্বীপ প্রকাশনীর শামসুল

ব-দ্বীপের প্রকাশকসহ তিন জন রিমান্ডে

এ ধরনের বই আরো থাকলে পুলিশকে জানান

ইসলাম বিরোধী বই প্রকাশের অপরাধে বইমেলায় ব-দ্বীপ প্রকাশনীর স্টল সিলগালা