৭ মাসে রফতানীতে আয় ২২৮৩ কোটি ডলার

ঢাকা: চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রফতানীতে ২ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এই আয় গত অর্থবছরের প্রথম সাত মাসে অর্জিত ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ ডলারের চেয়ে ৩ দশমিক ২২ শতাংশ বেশি। রফতানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বুধবার রফতানী আয়ের হালনাগাদ এই পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, কেবলমাত্র ফেব্রুয়ারি মাসে ২৭২ কোটি ৬১ লাখ ডলারের পণ্য রফতানী হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ২৮৫ কোটি ৪২ লাখ ডলারের পণ্য রফতানী হয়েছিল। তার মানে চলতি বছরের ফেব্রুয়ারিতে রফতানী কমেছে সাড়ে চার শতাংশ।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তৈরী পোশাক খাত থেকে ১ হাজার ৮৬৩ কোটি ৮৮ লাখ ডলারের রফতানী আয় হয়েছে। এই আয় মোট রফতানী আয়ের সাড়ে ৮১ দশমিক ৬১ শতাংশ। গত অর্থবছরের প্রথম সাত মাসে পোশাক রফতানীতে ১ হাজার ৮১২ কোটি ডলার আয় হয়েছিল। সেই হিসেবে এই অর্থবছরের প্রথম সাত মাসে ২ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এছাড়া আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানীতে ৮২ কোটি ৭৬ লাখ , পাট ও পাটজাত পণ্যে ৬৪ কোটি ৬৬ লাখ, কৃষিজাত পণ্যে ৩৫ কোটি ২৬ লাখ, হিমায়িত খাদ্যে ৩৫ কোটি ৭৫ লাখ, প্রকৌশল পণ্যে ৩৩ কোটি, প্লাস্টিক পণ্যে ৮ কোটি ২৩ লাখ ডলার আয় হয়েছে। চলতি অর্থবছর ৩ হাজার ৭০০ কোটি ডলারের রফতানী আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গেল অর্থবছর ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ডলারের রফতানী আয় হয়েছে।