সিরিয়া ও তুরস্ক সীমান্ত থেকে আইএস বিতাড়িত :তুর্কি প্রধানমন্ত্রী

Image result for তুর্কি
ডেস্ক: তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, তাদের সামরিক বাহিনীর সহযোগিতায় সিরিয়ার বিদ্রোহীরা তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার একটি এলাকা থেকে ‘সকল সন্ত্রাসী সংগঠনকে’ বিতাড়িত করেছে।

পর্যবেক্ষকরা জানান, এ সীমান্তে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতি আর নেই। তুরস্ক কুর্দি গোষ্ঠীগুলোকেও সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে।

সেখানে যোদ্ধা ও অস্ত্র সরবরাহে ব্যবহৃত আইএসের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এদিকে পৃথকভাবে সিরিয়ার সরকারি বাহিনী গত মাসে বিদ্রোহীদের কাছে হারানো আলেপ্পোর বিভিন্ন এলাকার পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে।

তুরস্কের প্রধানমন্ত্রী রোববার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আঙ্কারার সামরিক বাহিনীর সফলতার ব্যাপারে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আজ আজাজ থেকে জারাব্লুস পর্যন্ত সিরিয়ার সাথে আমাদের ৯১ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ।’

তিনি বলেন, ‘এ অঞ্চল থেকে সকল সন্ত্রাসী সংগঠনকে হটিয়ে দেয়া হয়েছে।’