বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল রিজার্ভ ইরানে
অনলাইন ডেস্ক: ইরানের প্রায় ৭০% তেলের ক্ষেত্র স্থলভাগে অবস্থিত, বাকিগুলো পারস্য উপসাগরে অবস্থিত। এছাড়াও, ইরানের ক্যাস্পিয়ান সাগরে বিপুল তেল রিজার্ভ রয়েছে। যদিও যেখানে অনুসন্ধান কার্যক্রম স্থগিত রয়েছে।
ইরানের তেল রিজার্ভ সৌদি আরব এবং ভেনেজুয়েলার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম। মোট ২০৮.৬ বিলিয়ন ব্যারেল অর্থাৎ মোট বিশ্ব রিজার্ভের ১২%।
ইরানের তেল উৎপাদন ১০টি প্রধান স্থানে ছড়িয়ে রয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় রিফাইনারি হল পারস্য উপসাগরীয় স্টার রিফাইনারি (৪৫০,০০০ বিপিডি), ইসফাহান প্ল্যান্ট (৩৭০,০০০ বিপিডি), আবাদান রিফাইনারি (৩৬০,০০০ বিপিডি), বান্দার আব্বাস সাইট (৩২০,০০০ বিপিডি) এবং খার্গ তেল টার্মিনাল, যা ২৮ মিলিয়ন ব্যারেল তেল ধারণ করতে সক্ষম।
২০২৪ সালের প্রথম পাঁচ মাসে, ইরান প্রায় ১.৬৫ মিলিয়ন বিপিডি তেল রপ্তানি করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে।
ইরানের তেল উৎপাদন ক্ষমতা বর্তমানে প্রায় ৩.২ মিলিয়ন ব্যারেল প্রতিদিন (বিপিডি)। এতে দেশটি সৌদি আরব এবং ইরাকের পরে OPEC-এর তৃতীয় বৃহত্তম উৎপাদকে পরিণত হয়েছে।
ইরান সরকার এই বছর জানিয়েছে যে তারা শীঘ্রই তেল উৎপাদন প্রতিদিন ৪ মিলিয়ন ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা করছে।
সোর্স – স্পুতনিক