সাবেক প্রতিদ্বন্দ্বীকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে রায়িসি

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়িকে অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন।

একইসঙ্গে তাকে সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় কাউন্সিলের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।

ইরানে গত ১৮ জুন শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রায়িসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহসেন রেজায়ি। এই নির্বাচনে তিনি প্রায় ১২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন।

ইরানে কয়েক জন ভাইস প্রেসিডেন্ট থাকেন। তবে তাদের মধ্যে মূল ক্ষমতার অধিকারী হন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন তিনি।

ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এর আগেই নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ মুখবের। এছাড়া ইরানের প্রেসিডেন্টের প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন বিষয়ে এখনও সংসদে বিতর্ক চলছে। এরপর আস্থাভোট অনুষ্ঠিত হবে। বেশিরভাগ সদস্যই আস্থাভোটে জিতবেন বলে আশা করা হচ্ছে।#