সম্ভ্রমহানীর মামলা : ছাত্র অধিকার পরিষদ নেতা কারাগারে

ছাত্র অধিকার পরিষদ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সম্ভ্রমহানী ও সম্ভ্রমহানীতে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন।

অন্যদিকে নাজমুল হাসান সোহাগের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর আতিকুল ইসলাম এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাজমুলকে আদালতে হাজির করা হয়। ওইদনি মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে আসামি নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে কোতওয়ালী থানায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।