সম্পর্ক মেরামত করতে সৌদিতে ওবামা

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন মার্কিন ‍প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার সকালে রিয়াদে অবতরণ করে তাকে বহনকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্লেন এয়ারফোর্স ওয়ান।

সফরে ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গেও এক সম্মেলনে অংশ নেবেন।

সফরে ওবামার সঙ্গে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কুচার ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জিহাদিদের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা জোরদারের পাশাপাশি রিয়াদের সঙ্গে উত্তেজনা প্রশমনে ওবামা এ সফর করছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কার্টার বলেন, তারা এ অঞ্চলে ইরানের ‘অস্থিতিশীল কর্মকান্ড’ মোকাবেলায় সামরিক ও নৌ অভিযানের ক্ষেত্রে সহায়তা চাইবে।

সপ্তাহের শেষ দিকে ওবামা যুক্তরাজ্য ও জার্মানী সফরে যাবেন।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সহায়তা করায় ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সম্পর্কে ক্ষতের সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে ইরানের বড় শত্রু সৌদি আরব।

এছাড়া নাইন ইলেভেন হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত আমেরিকান নাগরিকদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয়া সংক্রান্ত একটি বিল পাসের চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। এটাও সৌদি আরবকে ক্ষুব্ধ করেছে।

খবর: নিউইয়র্ক টাইমস