‘সংঘাত’ এড়াতে ইউরোপের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপ তার ভাষায় ‘সামরিক সংঘাতের দুঃস্বপ্নের দিনগুলোতে’ ফিরে যেতে পারে। তিনি পাশ্চাত্যের সঙ্গে এ বিষয়ে একটি নয়া চুক্তিতে উপনিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সুইডেনে ইউরোপের একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ল্যাভরভ একথা বলেন। তিনি ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো ইউরোপের সঙ্গে স্বাক্ষর করার লক্ষ্যে একটি নিরাপত্তা চুক্তি প্রস্তুত করছে যার লক্ষ্য হবে পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার প্রতিহত করা।

রাশিয়া নিজেকে সাবেক ‘পরাশক্তি’ সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি মনে করে যার সঙ্গে পাশ্চাত্যের সংঘাত অনিবার্য। গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর বিপরীতে রাশিয়া নিজের অবস্থান কঠোর করেছে।

সূত্র: পার্সটুডে