ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যুক্তরাজ্য

ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শুরুতে জার্মানিতে কয়েক ডজন মানুষ বন্যাকবলিত হয়ে মারা গেছে। শিগগিরই কিংবা নিকটসময়ে বন্যায় শত শত মানুষ মারা যেতে পারে ব্রিটেনেও। সম্প্রতি এক প্রতিবেদনে এই হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার নিয়ন্ত্রিত পরিবেশ সংস্থা এনভায়রনমেন্ট এজেন্সির (ইএ) পরিবেশবিদরা। একটি প্রতিবেদনে কঠোরভাবে জানিয়েছে আশঙ্কা থাকা সত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য মোটেও প্রস্তুত নয় ব্রিটেন।

ইএ’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ ব্রিটেনের শীতকালীন বৃষ্টি ৬ শতাংশ বৃদ্ধি পাবে। গ্রীষ্মকালীন বৃষ্টি বাড়বে ১৫ ভাগ। সমুদ্রের উচ্চতা বাড়বে আরও ২৩ সেন্টিমিটার। ২০৮০ সালে বাড়বে ৪৫ সেন্টিমিটার।

আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল গার্ডিয়ানকে বলেছে, ‘কোভিড-১ সময়ে গ্রিন এনার্জি খাতে বিনিয়োগের সুযোগ হারিয়েছে বিশ্ব।’