ভারতে নির্বাচনী প্রতিশ্রুতিতে স্মার্টফোন

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার ঘোষণা দিলেন ভারতের মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী উমাশঙ্কর পাণ্ডে। সেলক্ষ্যে রাজ্যের স্নাতক স্তরের শিক্ষার্থীদের স্মার্টফোন কিনে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যারা এখানকার বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে তাদের এই সুবিধা দেয়া হবে।

তার এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য সার্কুলারও জারি করা হয়েছে। প্রায় সাড়ে চার লাখ স্নাতক স্তরের শিক্ষার্থীদের এই স্মার্টফোন দেয়া হবে, যার পুরো অর্থই দিবে শিক্ষা মন্ত্রণালয়৷ প্রতিমন্ত্রী দীপক যোশী ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থার কাছ থেকে স্মার্টফোন কেনার প্রক্রিয়া শুরু করেছেন৷ তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্মার্টফোন বিতরণ শিক্ষার মান উন্নয়নে কী ভূমিকা রাখবে সে নিয়েও প্রশ্ন উঠেছে।