ভারতে করোনার জেরে অনাথ শিশুর সংখ্যা ৩০ হাজারেরও বেশি

ভারতে করোনার জেরে অনাথ শিশুর সংখ্যা ৩০ হাজারেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক: চাঞ্চল্যকর তথ্য সামনে আনল এনসিপিসিআর। তাদের তথ্যানুযায়ী, করোনায় অনাথ হয়েছে ৩০ হাজারেরও বেশি শিশু। আর এই তথ্যই বলে দিচ্ছে করোনা কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছে ভারতবর্ষে।

এনসিপিসিআর-এর পেশ করা তথ্য বলছে, দেশে সবমিলিয়ে অনাথ হয়েছে ৩০ হাজার ৭১ জন শিশু। যার মধ্যে করোনায় বাবা ও মা দুজনকেই হারিয়েছে ৩,৬২১ জন শিশু। ২৬,১৭৬ জন শিশু বাবা এবং মায়ের মধ্যে কোনো একজনকে হারিয়েছে। আর ২৭৪ জন পরিবার থেকে পরিত্যক্ত হয়েছে।

তথ্য থেকে জানা যাচ্ছে যে, করোনায় সবথেকে বেশি অনাথ হয়েছে মহারাষ্ট্রের শিশুরা। ৭,০৮৪ জন সে রাজ্যে অনাথ হয়েছে বলে খবর। এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, বিহার এবং ওড়িশাতেও শিশুদের অনাথ হওয়ার সংখ্যাটা বিশাল।

ঠিক কতজন বালক-বালিকা অনাথ হয়েছে করোনার জেরে? সেই নিয়েও সবিস্তার তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যানুযায়ী, অনাথ হওয়া শিশুদের মধ্যে বালকের সংখ্যা ১৫,৬২০ জন। ১৪,৪৪৭ বালিকা অনাথ হয়েছে করোনার জেরে। অনাথ শিশুদের মধ্যে অর্ধেকেরই বয়স ১৫ বছরের নীচে। ৪ থেকে ১৩ বছরের মধ্যে রয়েছে অর্ধেকের বেশি শিশু।