ভারতের সাড়ে ৩ কোটি মানুষ মধ্যবিত্ত থেকে নেমে গেছে নিম্নবিত্তে

ভারতের সাড়ে ৩ কোটি মানুষ মধ্যবিত্ত থেকে নেমে গেছে নিম্নবিত্তে

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় ৩ কোটি ২০ লাখ মধ্যবিত্ত ভারতীয় নিম্নবিত্তের স্তরে এসে ঠেকেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি, চাকরিচ্যুতি এবং বেতন কর্তনের প্রভাব পড়েছে লাখ লাখ পরিবারের ওপর।

বিশ্বব্যাংকের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক পূর্বাভাসের বরাত দিয়ে পিউ রিসার্চ সেন্টার বলেছে, কোভিড-১৯ মন্দাকালে ভারতে মধ্যবিত্তের শ্রেণি অনেক কমেছে এবং চীনে দারিদ্রের হার বেড়েছে।