বাংলামোটরে বাস চাপায় রিকশাচালক নিহত বাসে আগুন

durghotona-sorok
রাজধানীর বাংলামোটর মোড়ে মঙ্গলবার রাতে বাসের চাপায় এক রিকশাচলক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনার পর পুলিশ ওই রিকশাচালকের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আলী হোসেন (৫৫) নামে এক বাস যাত্রী সামান্য আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহত রিকশা চালকের পরিচয় না পাওয়ায় লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। পরনে লুঙ্গি ও হলুদ রংয়ের হাফহাতা জামা রয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, গাবতলী লিংক নামে ৮ নম্বরের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-২৪২৮) শাহবাগের দিক থেকে গাবতলীতে যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে বাসটি বাংলামোটরের সিগন্যাল না মেনে সামনে টান দেয়। এ সময় প্রথমে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ঘুরিয়ে ফেলে চালক। এরপরই বাসটি একটি রিকশায় ধাক্কা মারে। এতে রিকশাচালক বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তারা মাথা থেঁতলে মগজ বের হয়ে যাওয়ায় চেহারা বিকৃতি হয়ে গেছে। জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। বাসের আংশিক ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আটক ব্যক্তি ওই বাসের চালক নাকি হেলপার তা নিশ্চিত হওয়া যায়নি।