দুধ চিতই তৈরির রেসিপি জেনে নিন

দুধ চিতই তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক: শীতের পিঠার তালিকায় একেবারে শুরুতেই থাকে চিতই পিঠার নাম। খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ অনন্য হয়ে ওঠে। চিতই পিঠা খাওয়া যায় নানা উপায়ে তৈরি করে। একেক চিতইয়ের আবার একেক নাম। সবগুলোই খেতে সুস্বাদু। তার মধ্যে অন্যতম হলো দুধ চিতই। চলুন এই পিঠা তৈরির রেসিপি জেনে নেওয়া যাক-

গোলার জন্য যা লাগবে

আতপ চাল- ২ কাপ

হালকা গরম পানি- পরিমাণমতো

লবণ- ১ চা চামচ।

ভেজানোর জন্য যা লাগবে

দুধ- ২ লিটার

খেজুর গুড়- ২ কাপ

নারিকেল কোরানো- ১ কাপ

এলাচ ও দারুচিনি- ৪/৫ টুকরো করে

পানি- সামান্য।

যেভাবে তৈরি করবেন

চাল ৪ ঘণ্টার মতো ভিজিয়ে রেখে বেটে ব্লেন্ড করে নিন। এরপর হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা চুলায় দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। গোলা খোলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।

অন্য একটি হাঁড়িতে অল্প আঁচে দুধ চুলায় বসান। তাতে দিন এলাচ ও দারুচিনি। বলক উঠলে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। অল্প পানি গরম করে তাতে গুড় গলিয়ে নিন। দুধে মিশিয়ে নেড়ে আবার চুলায় দিন। মৃদু আঁচে দুধে বলক তুলুন। এবার চুলা থেকে নামিয়ে নিন। পিঠাগুলো দুধে দিয়ে অর্ধেকটা নারিকেল কোরানো উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরানো ছড়িয়ে পরিবেশন করুন।