বাংলাদেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করলো মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে

Bangladesh High commission in Malasia

মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন হুসেইনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় আড়াইটায় প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের উইং প্রধান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে বসবাসকরা রোহিঙ্গা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বি-পাক্ষিক প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও তাদের পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশকে সাধুবাদ জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন হুসেইন বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তিনি।

আলোচনা শেষে প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন হুসেইন রাষ্ট্রদূতের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকেও প্রতিরক্ষা মন্ত্রী উপহার প্রদান করেন।