বন্যার কবলে নেপালের রাজধানী কাঠমান্ডু

বন্যার কবলে নেপালের রাজধানী কাঠমান্ডু

আন্তর্জাতিক ডেস্ক: টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর শতাধিক এলাকা।

চার ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অফিস। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাগমাতি ও মনোহারাসহ বেশ কয়েকটি নদীর পানি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। বন্যার পানিতে তলিয়ে গেছে অন্তত চারশ’ ঘরবাড়ি।

এদিকে, তীব্র বৃষ্টিপাতে বেশ কিছু এলাকায় ভূমিধস হয়েছে। গেলো একমাসে বন্যা ও ভূমিধসে ৬১ জনের মৃত্যু হয়েছে নেপালে।