পেরুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর রাজধানী লিমা এবং মধ্য উপকূল অঞ্চলে গত মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পেরুর ভূকম্পন কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। তবে বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণ করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।

দেশটির ভূকম্পন কেন্দ্র জানায়, রাজধানী লিমার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত ৯টা ৫৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২.৫৪টা) এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মলার ৩৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্টের ৩২ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্পের কারণে রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা ফাঁকা রাস্তায় নেমে আসে। পেরুর রাজধানী লিমায় প্রায় ৯৭ লাখ মানুষ বসবাস করে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।