নাইজেরিয়ার বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

নাইজেরিয়ার বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
তারা জানায়, সেকোটোর রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলায় এই ঘটনা ঘটে।

সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির রয়টার্সকে জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।

তিনি বলেন, “ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।”

এদিকে সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।

আরও পড়ুনঃ গাড়ি-চাপা-দিয়ে-কৃষক-হত্যা-ভারতে-মন্ত্রীপুত্র-গ্রেপ্তার

ডিসেম্বর থেকে উত্তরপশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য স্কুল শিশু ও গ্রামবাসীদের অপহরণের একের পর এক ঘটনা ঘটছে। ডাকাতদের এই উৎপাতে ওই অঞ্চলের লাখ লাখ বাসিন্দার দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

শনিবার (৩০ জুলাই) এ হামলা চালানো হয়। সন্ত্রাসী গোষ্ঠীটি সেনা সদস্যদের একটি মিশনে হামলা চালায়। এ সময় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই ১৫ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ সেনা। নাইজেরিয়া সরকারের দাবি, এ হামলার পেছনে ইসলামি জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএস জড়িত। প্রতিবেশী দেশ মালি ও বারকিনা ফাসোর মতো এ জঙ্গি সংগঠনগুলো এখন নাইজেরিয়াকেও নিয়মিত টার্গেটে পরিণত করেছে।

সূত্র: রয়টার্স