দক্ষিণ কোরিয়ায় পেট্রোকেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় পেট্রোকেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি ইয়োখুয়েন এনসিসির (ওয়াইএনসিসি) একটি প্লান্টে বিস্ফোরণে চার জন নিহত হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইয়োসুতে ওয়াইএনসিসির তিন নম্বর প্লান্টের এ ঘটনায় আরও চার জন আহত হয়েছে বলে শুক্রবার স্থানীয় দমকল স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছে।

কোনো ঘটনায় শ্রমিকদের মৃত্যু হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে শাস্তির মুখোমুখি করার নতুন একটি আইন করেছে দক্ষিণ কোরিয়া। তাই এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তার মধ্যেই এ ঘটনাটি ঘটল।

এক সংবাদ সম্মেলনে ওয়াইএনসিসির এক কর্মকর্তারা বলেছে, “তৃতীয় ওই প্লান্টের উৎপাদন বন্ধ করা হয়নি আর প্রথম ও দ্বিতীয় প্লাণ্টও চলছে। উৎপাদন স্থগিত রাখবে না একটি প্লান্ট বন্ধ করে দেবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন ঘটনাস্থলে আছেন। আমি মনে করি প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রতি চার বছর পর পর ক্লিনিং প্রসেসে লিক টেস্ট করা হয়, এবার তা চলার সময়ই বিস্ফোরণটি ঘটে।