টাকার জন্য গয়না বেচে দিচ্ছে ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে ভারতের গ্রামীণ অর্থনীতিই সবচেয়ে খারাপ দশায় পড়েছে। প্রত্যন্ত এলাকায় ব্যাংক কম বলে অভাবের তাড়নায় গতবছর অনেকে গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলো। কিন্তু এবার তারা তা বিক্রি করে দিচ্ছেন।

পঙ্গু হতে বসা অর্থনীতিতে ভারতে যারা এখনও নিজেদের দারিদ্র্য থেকে দূরে রাখতে পেরেছে, তাদের অনেকের কর্মসংস্থান এখন গভীর অমানিশায় পড়েছে। ২০ কোটির বেশি মানুষের আয় ৫ ডলারের নিচে নেমে এসেছে।

ভারতের সবচেয়ে বড় বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠান ‘মনপুরাম ফাইন্যান্স লিমিটেড’ গত মার্চ থেকে তিন মাসের মধ্যে ৪০৪ কোটি রুপির সোনার গয়না নিলামে বিক্রি করেছে, যাকে ‘বিপর্যয়ের প্রাথমিক লক্ষণ’ হিসেবে দেখছে বিশ্লেষকরা।

এর মধ্যে সোনার দামও পড়ে গেছে। যারা গয়না বন্ধক রেখে ঋণ করেছিলো, তা তারা পরিশোধ করতে পারছে না। সুদের চাপে তারা গয়না বিক্রি করে দিচ্ছে।

এ বছর মার্চের আগে নয় মাসে মনপুরাম ফাইন্যান্স ৮ কোটি রুপির সোনার গয়না নিলামে বিক্রি করেছিল। গয়না বন্ধক রেখে ধার নেওয়া টাকা শোধ করতে না পারলে সেসব সোনা নিলামে তোলা হয়।
অর্থনীতির অবস্থা খাপার হওয়ায় গত কয়েক বছর ধরেই ভারতীয়দের সোনার গয়না কেনা কমেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০২০ সালে দেশটিতে সোনার গয়না বিক্রি নেমে এসেছে গত দুই দশকের মধ্যে সবচেয়ে নিচে।