গুগল ম্যাপসেও থাকবে ‘পিকচার ইন পিকচার’

 

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ‘অ্যানড্রয়েড ওরিও’-র ‘পিকচার ইন পিকচার’ মোড ব্যবহারের সুযোগ মিলবে গুগল ম্যাপসেও। এ জন্য ‘গুগল ম্যাপস ভি৯.৬০’ নামের হালনাগাদ সংস্করণও উন্মুক্ত করেছে গুগল। ‘পিকচার ইন পিকচার মোড’ ফিচারটি কাজে লাগিয়ে স্মার্টফোনে গুগল ম্যাপসে পথের ঠিকানা জানার পাশাপাশি স্ক্রিনের এক কোনায় দেখা যাবে ইউটিউবে ভিডিও। ফলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখার সময়ই বিনোদনও পাওয়া যাবে। ফিচারটি ছাড়া আরো বেশ কিছু সুবিধা যুক্ত হতে যাচ্ছে গুগল ম্যাপসে, যার মধ্যে অন্যতম ‘পারসোনাল নোটস’ ও ‘ফুড রিভিউ’। শিগগিরই চালু হতে যাওয়া এসব ফিচার কাজে লাগিয়ে গুগল ম্যাপসে ব্যক্তিগত বিভিন্ন তথ্য যুক্ত করার পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁর খাবারের মান সম্পর্কেও তথ্য সংযুক্ত করা যাবে। চাইলে এসব তথ্য সম্পাদনাও করা যাবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট