গত অর্থবছরে বিমানের লোকসান ২০১ কোটি ৪৭ লাখ টাকা

নিউজ ডেস্ক:বিগত ২০১৭-১৮ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে এদিন বিকেল সাড়ে ৪টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিমানের ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে। এই অর্থবছরে বিমানের আয় হয়েছে ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ ও ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা।

দিদারুল আলমের আরেক প্রশ্নের উত্তরে পর্যটন করপোরেশনের গত ২০১৭-১৮ অর্থবছরে লাভ-লোকসানের তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের আওতাধীন ২২টি মোটেলের মধ্যে গত অর্থবছরে ১১টি লোকসান দিয়েছে।