ক্যালিফোর্নিয়ার বিগ সার এলাকার দাবানলে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অনেকে

ক্যালিফোর্নিয়ার বিগ সার এলাকার দাবানলে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অনেকে

আন্তর্জাতিকডেস্ক: ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী এলাকা বিগ সার দাবানলটি ক্যালিফোর্নিয়ার উপকূলের এই বিপজ্জনক অংশটির শত শত বাসিন্দাদের নিরাপদে স্থানে সরে যেতে এবং কর্তৃপক্ষকে সেখানকার প্রধান রাস্তাটি বন্ধ করে দিতে বাধ্য করে।

ঘন্টায় প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতিবেগের জোরালো বাতাস, আগুনের গতি বাড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন-এর মুখপাত্র, সেসিল জুলিয়েট বলেছে যে, দাবানলটির ফলে অন্তত ২.৩ বর্গমাইল (৬ বর্গকিলোমিটার) এলাকার ব্রাশ ও রেডউড গাছ পুড়ে যায়।

কারমেল ও বিগ সার-এর মধ্যবর্তী, বিক্ষিপ্ত বসতি এলাকাটির, অন্তত ৫০০ জন বাসিন্দার সাথে যোগাযোগ করে, তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
বিগ সার-এর এই দুই লেন হাইওয়েটি, দাবানলের কারণে প্রায়ই বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণে ভুমিধসের কারণে, ২০১৭ সালে রাস্তাটির একটি অংশ ধ্বসে পড়েছিল।