এক গাছে ১২১ জাতের আম!

নিউজ ডেস্ক: এক গাছেই ধরল ১২১ জাতের আম! একই গাছে ফললÑ দশেরা, ল্যাংড়া, চোষা, রামকেলা, আম্রপলি, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর রাজীব, লখনৌ সাফেদা, টমিতে কিংস, পুস সূর্য, সেনসেশন, রটাউল, কলমি মালদা, বোম্বাই, স্মিথ, মঙ্গিফেরা জলোনিয়া, বুলন্দশহর, লরানকু, এলআর স্পেশাল, আলমপুর বেনিশা, আসৌজিয়া দেওবন্দসহ আরো কয়েকটি জাতের আম।

অবিশ্বাস্য হলেও এমন গাছের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের এক সংস্থার বাগানে। অবশ্য বিষয়টি একেবারেই প্রাকৃতিক নয়; প্রায় পাঁচ বছর ধরে গাছটির ওপর বিশেষ গবেষণা চালিয়েছে উদ্ভিদ বিজ্ঞানীরা। এর ফলে এক গাছেই ১২১ জাতের আম ফলনে সফল হয়েছে তারা।

জানা গেছে, পাঁচ বছর আগে গবেষণার জন্য ১০ বছর বয়সী দেশীয় আমের গাছ নেয়া হয়। এরপর দেশটির উদ্যানতত্ত্ব পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের তৎকালীন যুগ্ম পরিচালকের তত্ত্বাবধানে গাছটিতে বিভিন্ন জাতের আমের শাখা গ্রাফটিং বা কলম করা হয়। পাঁচ বছর বাড়তে দেয়া হয় গাছটিকে। বর্তমানে গাছটিতে ১২১ জাতের আম ধরেছে। গাছটির বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের আম শোভা পাচ্ছে।