এক আমের ওজন ৪ কেজি!

এক আমের ওজন ৪ কেজি!

নিজস্ব প্রতিবেদক: আয়াতুল্লা এগ্রিকালচার ফার্মের বাগানটিতে ৪ কেজি ওজনের “জমিদার ফজলি আম” দেখতে দর্শনার্থীরা এখন ভিড় করছেন প্রায় প্রতিদিন। বরগুনার পাথরঘাটাতে একটি বাগানে দেখা মিললো ৪ কেজি ওজনের এমন এক প্রজাতির আম। কেউ আবার এ ফার্ম থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন।

জেলার পাথরঘাটা শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামে এই ফার্মটি পরিচালনা করছেন আসাদুজ্জামান রাসেল নামক স্থানীয় এক বাসিন্দা। রাসেল উচ্চশিক্ষা শেষ করে উদ্যোক্তা হন কৃষিবিল্পবে। রাসেল জানান, তার-ই বাবার ২৬ বিঘা জমিতে প্রথমবারের মতো চাষ শুরু করেন ড্রাগন ফল। ৩ বছর ধরে এই ফল বিক্রি করে বেশ লাভবান তিনি। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। ড্রাগন চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ বাগান তৈরিতে কাজ শুরু করেন। এখন তার বাগানে অনেক জাতের গাছে ফল ধরেছে। এসবের মধ্যে ভিয়েতনাম থেকে আনা ৮টি উন্নত জাতের আম গাছে অসংখ্য আম ফলেছে।

আম গাছগুলো সাইজে ছোট। প্রতিটি গাছে প্রায় ৩০/৪০টি আম ধরেছে। ফজলি জাতের এই আমগুলো ৪ থেকে সাড়ে ৪ কেজি ওজনের হয়েছে। আমগুলো এখনো কাঁচা, আম জাল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইতিমধ্যে ৫০ কেজি আম বিক্রি করেছেন।