ইসরাইলী জুলুম: ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ফিলিস্তিনের লিয়াজোঁ অফিস জানায়, এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। অপর একজনকে ধরে নিয়ে গেছে ইসরাইলের সেনারা।

টুইটারে ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, বেথেলহেম শহরে ইহুদি বসতির দিকে যাওয়ার পথে গাড়িতে বোমা নিক্ষেপ করে চালকদের বিপদে ফেলেছে দুই ব্যক্তি। কাছে থাকা সেনারা এ হামলা ব্যর্থ করে দিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় দুজনের একজন আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরাইল। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলগুলো চায় ফিলিস্তিনিরা।