ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের তিনটি প্রদেশে একদিনেই চারটি বোমা হামলার শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আল-ক্বাদিসিয়াহ ও আল-মুসান্না এবং পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে এসব হামলা হয়েছে বলে জানা গেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা বিভাগের একটি সূত্র স্থানীয় চ্যানেল আস-সুমারিয়াকে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ট্রাকে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের সময় হামলার শিকার হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে আল-দিওয়ানিয়া শহরের কাছাকাছি একটি মহাসড়কে মার্কিন সামরিক বহরে বোমা হামলা হয়।

এতে গাড়িবহরের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।

একই দিন বাগদাদের ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সামাওয়াহ শহরের কাছে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে আরও দুটি বোমা হামলা হয়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়া ইরাকের সাবেরিন নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আরেকটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক বহর বোমা হামলার মুখে পড়ে।